র‌্যাব নিষেধাজ্ঞা সংক্রান্ত চিঠি ইউরোপিয়ান কাউন্সিলের না

২৭ জানুয়ারী ২০২২

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা এবং বাংলাদেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা চেয়ে  ইউরোপিয়ান ইউনিয়নের হাই রিপ্রেজেন্টিটিভ (পররাষ্ট্রমন্ত্রী) জোসেপ বোরেলকে দেওয়া চিঠিটি ইউরোপিয়ান পার্লামেন্ট, ইউরোপিয়ান কমিশন বা ইউরোপিয়ান কাউন্সিল থেকে আসেনি। ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য স্লোভাক নাগরিক ইভান স্টেফানেক ব্যক্তিগত উদ্যোগে চিঠিটি লিখেছেন।  বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সাংবাদিকদের এমনটাই জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চারলস হোয়াইটলি। রাজধানী ঢাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘মিট দি রিপোর্টার্স’ অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন  হোয়াইটলি। গত ২০ জানুয়ারি চিঠিটি দেওয়া হয়।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করেছে উল্লেখ করে হোয়াইটলি জানান, সর্বশেষ ২০১৮ সালে ইউরোপিয়ান পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে একটি রেজুলেশন গ্রহণ হয়। কিন্তু এক্ষেত্রে চিঠিটি লিখেছেন একজন পার্লামেন্ট সদস্য। তিনি জানান, ইউরোপিয়ান পার্লামেন্টে সাতশ’র বেশি সদস্য আছে। একজন নির্বাচিত প্রতিনিধি যেটা ভালো মনে করেছেন, সেটাই লিখেছেন। এটা কোনও অস্বাভাবিক বিষয় নয়। ইইউতে প্রথা হচ্ছে- কোনও চিঠি লেখা হলে তার জবাব দেওয়া হয়।

এমকে

 


মন্তব্য
জেলার খবর