চলমান করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ৩৫ লাখ নিম্নআয়ের প্রত্যেক পরিবার ২৫০০ টাকা পাবেন সামনের মাসে (মে)।ইএফটিয়ের মাধ্যমে তাদের নির্দিষ্ট মোবাইল
ব্যাংকিং অ্যাকাউন্টে বা ব্যাংক অ্যাকাউন্টে এ সহায়তা দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ সহায়তা দেয়া হবে।বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অর্থ মন্ত্রণালয় জানায়, আগামী ২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন
করবেন। এ সহায়তার জন্য সরকারের ব্যয় হবে ৮৮০ কোটি টাকা। অতিদরিদ্র,কর্মহীন নিম্নআয়ের জনগোষ্ঠীকে এ কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে বরাদ্দ প্রদানের ক্ষেত্রে দুর্যোগপ্রবণ, অতিদরিদ্র এলাকা এবং জনসংখ্যার অনুপাত বিবেচনায় নেয়া হয়েছে। বিশেষ করে দিনমজুর, কৃষক, শ্রমিক, পরিবহন শ্রমিক ইত্যাদি পেশার
নিম্নআয়ের লোকজন যেন এ সহায়তা পায় তা নিশ্চিত করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রকৃত দরিদ্র ব্যক্তি চিহ্নিত করা হয়েছে।
প্রসঙ্গত, গতবছরও একই কারণে নিম্নআয়ের ক্ষতিগ্রস্ত এবং কর্মহীন হয়ে পড়া ৩৫ লাখ নিম্নআয়ের পরিবারকে পরিবারপ্রতি ২,৫০০ টাকা করে ৮৮০ কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছিলো সরকার।
এমকে