আইনি ব্যবস্থা নিতে বলল পরামর্শক কমিটি

০৮ জানুয়ারী ২০২২

চলতি বছরের শুরু থেকেই করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে দেশে। সংক্রমণ নিয়ন্ত্রণে ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে সরকার। এসব কর্মসূচি বাস্তবায়ন নিশ্চিতের জন্য প্রয়োজনে আইনি ব্যবস্থা- বিশেষত মোবাইল কোর্ট পরিচালনার জন্য সুপারিশ করা হয়েছে। সরকারের কাছে এ ধরণের বেশ কয়েকটি সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। একই সঙ্গে উদ্ভুত পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য সব ধরণের সমাবেশ বন্ধেরও সুপারিশ করেছে তারা। শুক্রবার (৭ জানুয়ারি)  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কমিটি। তার আগে কমিটির ৫০তম সভায় এ সুপারিশের সিদ্ধান্ত হয়।

সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে সুপারিশে কমিটি আরও বলছে, সংক্রমণ ঠেকাতে শতভাগ ও সঠিকভাবে মাস্ক পরা নিশ্চিত করা, হাত পরিষ্কার রাখা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্যও সব ধরনের পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন স্থানে পুনরায় হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে।

কমিটি তাদের সুপারিশে বলছে,  সভা বা কর্মশালার ব্যবস্থা অনলাইনে করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণসহ শিক্ষার্থীসহ সবাইকে দ্রুত টিকার আওতায় আনতে হবে। দেশের সব প্রবেশ পথে স্ক্রিনিং, কোয়ারেন্টিন ও আইসোলেশন আরও জোরদার করতে হবে।  পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের প্রস্তুতি নিতে হবে। বিশেষত সাধারণ শয্যা ও আইসিইউ শয্যা, পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রাখতে হবে। প্রতিবেশি দেশ ভারতসহ বিশ্বের অন্যান্য দেশে কোভিড ১৯-এর সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ার বিষয়টিও উল্লেখ করা হয় এ বিজ্ঞপ্তিতে।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর