আওয়ামী লীগ ভাবছে নির্বাচন কমিশন (ইসি) গঠনে করে বেঁচে যাবে। কিন্তু বাকশাল করেও যেমন শেষ রক্ষা হয়নি, তেমনি এ আইন করেও শেষ রক্ষা হবে না তাদের। এমন মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সংসদ জনগণের দ্বারা নির্বাচিত নয়। তাই এ আইন পাস করার এখতিয়ার বর্তমান সরকারের নেই। বিএনপির পাশাপাশি এ আইন সারা দেশের মানুষের কাছেও গ্রহণযোগ্য নয় বলে দাবি তার।
বিএনপি মহাসচিব জানান, হাসিনা সরকারের অধীনে কোনও নির্বাচনের প্রশ্নই উঠতে পারে না। আবারও বাকশালে ঢুকতে চাই না। তিনি জানান, সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হবে। সেই কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণের প্রতিনিধিরা নির্বাচিত হবেন।
সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ঢাকা দক্ষিণের আহবায় আবদুস সালাম, উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এমকে