বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা গেছে, করোনায় আক্রান্ত ছেলের জন্য এক মা রেমডেসিভির চেয়ে চিকিৎসকের পা জড়িয়ে ধরেছেন। ভারতের উত্তর প্রদেশের নয়ডায় ঘটনাটি ঘটেছে।
রিঙ্কি দেবী নামে এক নারীর ছেলে করোনায় আক্রান্ত। ওই নারীর ছেলে নয়ডার সেক্টর ৫১-র এক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। জীবনদায়ী ওষুধ রেমডেসিভিরের প্রয়োজন। এদিকে হাসাপাতালের চিকিৎসকদের কাছে ছিল না সেই ওষুধ।
তাকে কেউ একজন জানায়, চিফ মেডিকেল অফিসার দীপক ওহরির কার্যালয়ে পাওয়া যাবে রেমডেসিভির। শুনে রিঙ্কি দেবী দৌড়ে যান সেখানে। কিন্তু সেখানেও দীর্ঘক্ষণ অপেক্ষা করে মেলেনি সেই ওষুধ। অবশেষে উপায় না পেয়ে ওই প্রধান চিফ মেডিকেল অফিসারের পায়ে ধরে কাতর অনুরোধ করেন, 'আমার ছেলে মরতে বসেছে,দয়া করে আমায় ওষুধটা দেবেন'।
জিনিউজ