করোনা ঠেকাতে লাঠি হাতে পাহারা!

৩০ এপ্রিল ২০২১

ভারতের  মধ্যপ্রদেশের বেতুল জেলার অন্তর্গত চিলাখার গ্রাম। এখন পর্যন্ত একজনও করোনা আক্রান্ত শনাক্ত হননি এই গ্রামে।

গ্রামবাসী বলছেন, করোনাকে মূলত ঠেকিয়ে দিয়েছেন একদল নারী পাহারাদার। তারা মূলত লাঠি হাতেই দিনরাত পাহাড়া বসিয়ে গ্রামটিকে করোনা মুক্ত রেখেছেন। 

মহামারি ছোট্ট এই গ্রামটি সামাজিক দূরত্ব মেনে চলেছে কঠোরভাবে। বাইরের গ্রামের কাউকে ঢুকতে যেমন দেয়া হয়নি বলতে গেলে তেমন নিজেরাও বাইরে যাচ্ছেন না তারা।
আনন্দবাজার


মন্তব্য
জেলার খবর