রক্তমাখা পোশাক উদ্ধারের ৩ বছর পর জীবিত মিলল শাহাজাহানকে

২৭ জানুয়ারী ২০২২

লালমনিরহাট প্রতিনিধি:

ঘটনা প্রায় ৩ বছর আগের, বাড়ির পাশ থেকে শাহাজাহান আলী ওরফে নাহিদের রক্তমাখা লুঙ্গি ও জামা উদ্ধার হয়। পোশাক দুটি শাহাজাহানের বলে শনাক্ত করেন তার স্ত্রী মতিয়া। এলাকায় সোরগোল পরে শাহাজাহানকে হত্যার পর লাশ গুম করা হয়েছে। সেই শাহাজাহানকে বুধবার (২৬ জানুয়ারি) রাতে জেলার প্রাণকেন্দ্র মিশনমোড় চত্বর থেকে তাকে জীবিত উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় জেলা জুড়ে প্রসংশায় ভাসছে পুলিশ। ঘটনা লালমনিরহাটের জেলার।

পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতেই তিন বছর আগে নিজে থেকে আত্মগোপন করেছিলেন শাহাজাহান আলী নাহিদ। তিনি জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ঈশ্বরকুল এলাকার হবিবর রহমানের ছেলে, পেশায় অটোরিকশা চালক।

জানা যায়, ২০১৯ সালের ২৭ মার্চ সদর উপজেলার হাড়িভাঙ্গার শ্বশুর বাড়ি থেকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বাহিরে বের হন শাজাহান আলী। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি। স্বামীকে খুঁজে না পেয়ে ৮ এপ্রিল মতিয়া বেগম লালমনিরহাট সদর থানায় নিখোঁজের একটি সাধারন ডায়েরী করেন। এদিকে নিখোঁজের কয়েকদিন পরে তার গ্রামের বাড়ির পাশ থেকে শাহাজাহানের রক্তমাখা লুঙ্গে ও জামা উদ্ধার হয়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম বলেন, শাহাজাহান আলী নাহিদকে বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) দুপুরে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর