আক্রান্তকে দিয়ে ভয় দেখিয়ে টাকা আদায়

৩০ এপ্রিল ২০২১

করোনা আক্রান্ত স্ত্রীকে দিয়ে সংক্রমণের ভয় দেখিয়ে বকেয়া টাকা আদায় করলেন এক ব্যক্তি। ভারতের পশ্চিম বঙ্গের হুগলি জেলার বৈদ্যবাটিতে এ ঘটনা ঘটেছে ।

সিসি ক্যামেরাতেও ধরা পড়েছে ঘটনার ছবি। বৈদ্যবাটির মাটিপাড়ার বাসিন্দা গঙ্গারাম সরকার ইটের ব্যবসা করেন।

গঙ্গারামের দাবি, বৈদ্যবাটিরই নিমাইতীর্থ ঘাট এলাকার ইটভাটা মালিক শেষনাথ সিংহকে কয়েক মাস আগে ৫ লক্ষ টাকা ধার দেন তিনি। কিন্ত, সেই টাকা বা তার বদলে ইট কোনোটিই তিনি ফেরত পাননি। শেষনাথের দেওয়া চেকও বাউন্স করে।

নিউজ১৮ ও আনন্দবাজার


মন্তব্য
জেলার খবর