নৃত্য শিল্পের কারণে আমি অঞ্জনা : অঞ্জনা

৩০ এপ্রিল ২০২১

বৃহস্পতিবার নৃত্য দিবস উপলক্ষে একটি পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা। লিখেছেন, 'নৃত্যে আমি সর্বশ্রেষ্ঠা সর্বজয়া এইটা অসংখ্যবার পরীক্ষিত।'

সোশ্যাল হ্যান্ডেলে এই অভিনেত্রী লিখেছেন, 'এই নৃত্য শিল্পের কারণে আমি অঞ্জনা, নৃত্য শিল্পী হিসেবে সুপ্রতিষ্ঠিত হবার কারণেই চলচ্চিত্রে পদার্পণ ছিল আমার সুপ্রসন্ন। বাংলা চলচ্চিত্রের আমি একমাত্র নায়িকা যে প্রথম চলচ্চিত্রে আমার নামের পাশে নবাগতা টাইটেল ব্যাবহার করা হয়নি।

কারণ সেই ছোট্ট বয়স থেকে নৃত্যশিল্পী হিসেবে সমগ্র বাংলাদেশ ও ভারতে সাড়া জাগানোর ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ নৃত্যশিল্পী হিসেবে আমি পরিগণিত হই। তারই সুফল স্বরূপ চলচ্চিত্রে আগমন ছিলো আমার সহজ সাধ্য।


মন্তব্য
জেলার খবর