তামার বোতল বিক্রিকালে ৫লাখ টাকাসহ আটক-৩

৩০ এপ্রিল ২০২১

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের সাতকানিয়ায় তিন কোটি টাকা দাম হাঁকিয়ে একটি তামার বোতল বিক্রিকালে ৩ ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বোতলটিসহ ১টি ডিজিটাল লকার ও নগদ ৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হচ্ছেন-জেলার পটিয়া উপজেলার সুবেদার বাড়ির খোরশেদ আলম (৩৮) আনোয়ারা উপজেলার মোহাম্মদ উল্লাহ (৩৫) সাতকানিয়ার রামপুর এলাকার মোহাম্মদ নুরুল আমিন (৪৫)। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রয়েল রিসোর্টের সামনে থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর গ্রেফতার দেখিয়ে শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, বোতলটি ব্রিটিশ আমলের ও ম্যাগনেট দিয়ে তৈরি দাবি করে ক্রয়-বিক্রয়ের চেষ্টা করছিল আটককরা। সাতকানিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃতরা একটি পেশাদার প্রতারক চক্র। তারা অমূল্য তামার ধাতব পদার্থ ক্রয়-বিক্রয়ের নামে মানুষের সাথে প্রতারনা করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর