মধ্য রাতে আগুন, নিঃস্ব খামারি রেজাউল

৩০ এপ্রিল ২০২১

মাহমুদ শরীফ, কুমারখালী (কুষ্টিয়া)

নিজের বসতবাড়ির অদুরে মিশ্র খামার করে গরু, ছাগল ও হাঁস-মুরগি পালন করতেন রেজাউল আলী। মধ্য রাতের লাগা আগুনে তার খামারটি পুড়ে গেছে, অঙ্গার হয়েছে ৫টি গরু, ১৫ টি ছাগল ও ২ শতাধিক হাঁস- মুরগী। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে, আর এ দুর্ঘটনায় নিঃস্ব হয়েছেন তিনি। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে এ তথ্য।

রেজাউল আলীর বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর দুধকুমড়া গ্রামে। শুক্রবার (৩০ এপ্রিল) রাত সাড়ে বারোটার দিকে (বৃহস্পতিবার দিনগত) এ দুর্ঘটনা ঘটে।  বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

এলাকাবাসী জানান, আগুন দেখে তারা ছুটে যায়। তারা আগুন নিভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। ফায়ার সার্ভিসের গাড়ী আসার আগেই খামারটি পুড়ে যায়।উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে  এখন অবধি উপজেলার বিভিন্ন এলাকায় অর্ধশত অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
 

এমকে

 


মন্তব্য
জেলার খবর