করোনায় অক্সিজেন সঙ্কট নিরসনে পুরানের সাহাজ্য

৩০ এপ্রিল ২০২১

করোনার প্রকোপে বিধস্ত হয়ে পড়েছে ভারত। ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। দেখা দিয়েছে ব্যাপক অক্সিজেন সঙ্কট। রোগীদের অক্সিজেন দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এই চিত্র দেখে আর্থিক সহায়তা দিয়ে এগিয়ে আছেন খেলার মাঠের তারকারা। এবার নেই তালিকায় নাম লেখালেন ওয়েস্ট ইন্ডিজের হার্ড-হিটার ব্যাটসম্যান নিকোলাস পুরান।

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন নিকোলাস পুরান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেন, ‘অনেক দেশ এখনও মহামারিতে ক্ষতিগ্রস্ত। ভারতে এখন শোচনীয় অবস্থা। সচেতনতা বাড়াতে আমি ও আমার সকলে একত্রে কাজ করবো। এই কঠিন পরিস্থিতিতে আমি আর্থিক সহায়তা করতে চাই। আইপিএলের পারিশ্রমিকের একটি নির্দিষ্ট অংশ অক্সিজেনের জন্য দিতে চাই। যাতে করোনা আক্রান্তদের কিছুটা উপকার হয়।’

বিদেশী ক্রিকেটাররা ছাড়াও অনেক ফ্র্যাঞ্চাইজি তহবিল গঠন করে আর্থিক অনুদান প্রদান করছে। ইতোমধ্যে রাজস্থান রয়্যালস ৭.৫ কোটি রুপি দিল্লি ক্যাপিটলাস ১ দশমিক ৫ কোটি রুপি প্রদান করেছে।


মন্তব্য
জেলার খবর