ফের জোড়া ক্ষেপানাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

২৮ জানুয়ারী ২০২২

উত্তেজনা বাড়িয়ে আবারও জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) উত্তর কোরিয়ার জোড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।

 

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, চলতি মাসে এ নিয়ে ষষ্ঠ বারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। তাদের ছোড়া স্বল্প পাল্লার দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির পূর্ব উপকূলীয় সাগরে পড়েছে। দক্ষিণ কোরিয়ার জেসিএস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল ৮টার কিছুক্ষণ পর ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার শহর হামহুং ও কাছাকাছি জায়গা থেকে ছোড়া হয়। ক্ষেপণাস্ত্র দুটি ২০ কিলোমিটার উচ্চতায় ১৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে বলে জানিয়েছে জেসিআই।

 

উল্লেখ্য, ২০২২ এর জানুয়ারিতে উত্তর কোরিয়া ক্রুজ, ব্যালাস্টিক এবং হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, মিসাইল পরীক্ষার মাধ্যমে যুক্তরাষ্ট্রের থেকে ছাড় আদায়ের পুরোনো কৌশলে ফেরার পরিকল্পনা কিম জং উনের। গত ১১ জানুয়ারি কিমের উপস্থিতিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পন্ন করার কথা গণমাধ্যমে জানানো হয়।


মন্তব্য
জেলার খবর