ঘাসফুল দিয়ে স্ত্রীকে ভালোবাসা নিবেদন

০১ মে ২০২১

বাইডেন দম্পতি বৃহস্পতিবার জর্জিয়া যাচ্ছিলেন । সে জন্য হোয়াইট হাউস থেকে বেরও হয়েছিলেন তারা। আচমকা বসে পড়েন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মুহূর্তেই ছোট্ট এক উপহারে চমকে দেন প্রিয়তমা স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেনকে।

উঠে দাঁড়িয়ে মুখে হাসি নিয়ে স্ত্রীর হাতে তুলে দেন একটি ড্যান্ডেলিয়ন ফুল। আর মনে আনন্দ নিয়েই তা গ্রহণ করেন ফার্স্ট লেডি। এরপর জিলের কোমরে হাত রেখে তাকে হেলিকপ্টারের দিকে এগিয়ে নেন বাইডেন। আর জিল স্বামীর দেওয়া ফুলটি সযত্নে হাতে নিয়েই হেলিকপ্টারে উঠেন।

একজনের বয়স ৭৮, আরেকজনের ৬৯। সংসার করছেন প্রায় ৪৪ বছর ধরে। তবে রোমান্টিকতায় বিন্দুমাত্র ছেদ পড়েনি এ দম্পতির। আজও ছোটখাটো বিষয়গুলোতে তারা খুঁজে নেন ভালোবাসা, বুঝিয়ে দেন একে অপরের প্রতি অগাধ প্রেম। এমন অসাধারণ রোমান্টিক যুগল।

দ্য হিল


মন্তব্য
জেলার খবর