মন্তব্য
টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান গত বছর রথ টেনে সমালোচনার মুখে পড়েছিলেন। এবার বিতর্ক এড়াতে ইফতারের ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম পোস্টে। গত বুধবার শেয়ার করা দুটি ছবি, ইফতার করতে দেখা গেছে নুসরাতকে। ‘নো মেকআপ’ লুকে ছিলেন তিনি।
সবধর্মে বিশ্বাসী নুসরাত। প্রতিবছর নিয়ম মেনে রোজা পালন করেন বলেও জানা গেছে বিভিন্ন গণমাধ্যম সূত্রে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সুরে সুর মিলিয়ে তিনি বারবার বলেন, ধর্ম যার যার, উৎসব সবার।