মন্তব্য
অভিনয়শিল্পী ফারিয়া শাহরিন শুক্রবার সকালে এক পোস্টে নিজের ফেসবুক হ্যান্ডেলে বলেন, 'বড় নায়করা আমার সঙ্গে কাজ করে না, বড় নায়িকাদের সঙ্গে করে।'
তিনি লিখেছেন, 'ঠিক করছি নতুন, একেবারেই পরিচিত নন এ রকম নায়কদের সঙ্গে কাজ করব। ওদের প্রমোট করব। যদি আমাকে চারজনও চেনে, ওদের হয়তো একজন চিনবে আমার মাধ্যমে। ওরা এভাবেই করে এক-দুজন করে পরিচিত হয়ে উঠবে। আমার ভালো লাগবে।
ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, 'আমি অনেক ছোট নায়িকা, বড় নায়করা আমার সঙ্গে কাজ করে না, বড় নায়িকাদের সঙ্গে করে; কী কী জানি- এখন শুনি সিন্ডিকেট না কী যেন। তাই নগণ্য নায়িকা আমি, নতুন ছেলেদের সঙ্গে কাজ করব।'