স্যানিটাইজার হাতে নিয়ে পথে পথে রাখি

০১ মে ২০২১

রাখি সাওয়ান্ত এক বোতল স্যানিটাইজার স্প্রে হাতে নিয়ে মুম্বাইয়ের পথে নেমেছেন। উপস্থিত জনতাকে সাবধান করে দিচ্ছেন, এখনই মেরে ফেলুন এই ভাইরাসকে। এরপর বয়স বাড়লে কিন্তু আরো সমস্যায় পড়বেন। ‘এখনই মেরে ফেলুন করোনাকে, তরুণ হলে আপনাদেরই বিপদ’!

কিভাবে খাবার খাওয়ার আগে হাত ধোয়া উচিত, কিভাবে স্যানিটাইজার ব্যবহার করা উচিত উপস্থিত জনতাকে সেটাও শেখান রাখি। সঙ্গে আবার উপদেশ দিয়েছেন, ভালো কম্পানির স্যানিটাইজার স্প্রে ব্য়বহার করার। 

এদিন দুটি এন৯৫ মাস্কে দেখা গেল রাখিকে। জনসচেতনতা বাড়াতে মাস্ক পরা কেন জরুরি সেটাও বোঝালেন সবাইকে। ‘নিজেকে আর বাবা-মা-কে বাঁচিয়ে রাখতে চাইলে অবশ্যই মাস্ক পরুন’।


মন্তব্য
জেলার খবর