মন্তব্য
ফের টিভি নাটকে দেখা যাবে অভিনেত্রী বিদ্যা সিনহা মীমকে। ঈদের বিশেষ নাটক হিসেবে প্রচার হবে তার অভিনীত নাটক 'দুষ্টু মিষ্টি প্রেম'।
এতে তিনি অভিনয় করেছেন এফ এস নাঈমের বিপরীতে। সালেহ আহমদের গল্পে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ খান।
ঈদের ষষ্ঠ দিন নাগরিক টেলিভিশনে রাত ৯টায় প্রচার হবে নাটকটি।