মন্তব্য
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা হিমাংশু কোহলি আরো জানিয়েছেন, 'নেহা নিজের জীবনে এগিয়ে গিয়েছে। রোহনপ্রীতকে বিয়ে করে ও খুশি। ওর জন্য আমিও খুশি। আমিও নিজের স্বপ্নপূরণ করছি। ক্যারিয়ার নিয়ে ভাবছি। আমরা দু'জনই যদি দু'জনের মতো করে খুশি থাকতে পারি, তাহলে সবার এত মাথাব্যথা কেন!'
হিমাংশুর মতে, 'আমি নিজে জানি আমি ওর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। আর যদি সেটা করতাম, তাহলে হয়তো রাতে শান্তিতে ঘুমোতে পারতাম না। আমি জানি আমি মানুষ হিসেবে খারাপ নই। ভাবতে আশ্চর্য লাগে, ২০২১ সাল এসেও মানুষ ২০১৮ সালের ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছে!'