ফিলিস্তিনে নির্বাচন স্থগিত

০১ মে ২০২১

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুসালেমে ভোটের অনিশ্চয়তায় অনুষ্ঠিত হতে যাওয়া ফিলিস্তিনের সাধারণ নির্বাচন ও প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শুক্রবার এক টেলিভিশন ভাষণে এই নির্বাচন স্থগিতের ঘোষণা দেন তিনি।

৮৫ বছর বয়সী ফিলিস্তিনি প্রবীণ নেতা মাহমুদ আব্বাস তার ভাষণে বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকা পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনিদের ভোট গ্রহণের অনুমোদন পাওয়া না গেলে তিনি নির্বাচন এগিয়ে নিতে পারেন না।

তিনি বলেন,  আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমি আহ্বান জানিয়েছিলেন ইসরায়েলকে পূর্ব জেরুসালেমে নির্বাচন অনুষ্ঠান ও প্রচারণার অনুমোদন দেওয়ার জন্য। কিন্তু এখনো এই অনুমোদন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। জেরুসালেমে নির্বাচনের নিশ্চয়তা পাওয়া না পর্যন্ত আমরা তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।


মন্তব্য
জেলার খবর