সিংহাসনে বসার ৩৭ দিন পর মৃত্যু

০১ মে ২০২১

দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় নৃতাত্ত্বিক জুলুগোষ্ঠীর অন্তর্বর্তীকালীন শাসক রানি শিয়িওয়ে মন্টফোমবি দামিনি জুলু মারা গেছেন। 

স্বামী গুডউইল জোয়েলিথিনির মৃত্যুর পর গত মাসেই মন্টফোমবি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় নৃতাত্ত্বিক এই গোষ্ঠীর অন্তর্বর্তীকালীন শাসক হয়েছিলেন। 

সিংহাসনে বসার ৩৭ দিন পর মারা গেলেন ৬৫ বছর বয়সী এই রানি।  চলতি বছরের ২৪ মার্চ জুলুদের নেতা হিসেবে মন্টফোমবির নাম ঘোষণা করা হয়েছিল।

বিবিসি


মন্তব্য
জেলার খবর