চলমান ‘লকডাউনে’ গত তিন সপ্তাহে শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা। গত সপ্তাহেই বেড়েছে দুই হাজার কোটি টাকার ওপরে। লকডাউনে ওঠে গেলে এ বাজার আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত সপ্তাহে তিন কার্যদিবসে শেয়ার বাজার ছিল ঊর্ধ্বমুখী। সপ্তাহজুড়ে দাম বাড়ার তালিকায় নাম ওঠছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বেড়েছে সবক’টি মূল্যসূচক ও লেনদেনের গতিও।
গত সপ্তাহে বাজার মূলধন ২ হাজার ৩৯৬ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭০ হাজার ৭১২ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এর পরিমাণ ছিল ৪ লাখ ৬৮ হাজার ৩১৬ কোটি টাকা। তার আগের দুই সপ্তাহেও মূলধন বাড়ে বড় অঙ্কে, বেড়েছিল ৯ হাজার ৭৭ কোটি টাকা। সেই হিসাবে তিন সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ১১ হাজার ৪৭৩ কোটি টাকা।
গত সপ্তাহে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৪৪ দশমিক ৫৮ পয়েন্ট, আগের দুই সপ্তাহে বেড়েছিল ১৮০ দশমিক ২৫ পয়েন্ট। ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৩ দশমিক ৩৬ পয়েন্ট, আগের দুই সপ্তাহে বেড়েছিল ৯৭ দশমিক ১৬ পয়েন্ট। ডিএসই শরিয়াহ্ সূচকও বেড়েছে ১২ দশমিক ৪৩ পয়েন্ট, আগের দুই সপ্তাহে বেড়েছিল ৩৯ দশমিক ৭৩ পয়েন্ট। গত সপ্তাহে দাম বেড়েছে ১৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ১৪৫টির, অপরিবর্তিত রয়েছে ৬৩টির।
গত সপ্তাহে লেনদেন হয়েছে ৫ হাজার ৩২২ কোটি ১৯ লাখ টাকা, আগের সপ্তাহে লেনদেন হয় ৪ হাজার ২৫৯ কোটি ৮৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১ হাজার ৬২ কোটি ৩২ লাখ টাকা।
এমকে