চট্টগ্রাম সংবাদদাতা
চট্রগ্রামের পাহাড়তলী এলাকায় ছুরিকাঘাতে এক ভাইয়ের মৃত্যুর ঘটনায় অপর তিন ভাইসহ ৬ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিভিন্ন এলাকা থেকে আলাদা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সাজ্জাদ হোসেন, শওকত আলী, হাজী আফসার উদ্দিন, রকিবুল আলম, আরাফাত মিয়া ওরফে জিগার ও জহুরুল ইসলাম টিটু। এদের মধ্যে সাজ্জাদ হোসেন, শওকত আলী ও আফসার উদ্দিন ভুক্তভোগীর সৎ ভাই, ছুরিকাঘাতে তাদের মারা যাওয়া ভাইয়ের নাম কায়সার আহম্মেদ।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত পৌনে ১১ টার দিকে পাহাড়তলীর সিডিএ মার্কেট কাজী মসজিদের পেছনে তাহের সওদাগরের চা পাতার গোডাউনের সামনে পাকা রাস্তায় ছুরিকাঘাত করা হয় কায়সার আহম্মেদকে। চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। জায়গা-সম্পত্তি আত্মসাতের কুমতলবে তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাহাড়তলী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হাসান ইমাম জানান, কায়সারের সঙ্গে সৎ ভাইদের দীর্ঘদিন ধরে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। সৎ ভাই সাজ্জাদ ও খালতো ভাই রাকিব কায়সারের পরিবারের ক্ষতি করতে সবসময় পরামর্শ করতো। জায়গা-সম্পত্তি বিরোধের কারণে পূর্ব পরিকল্পিতভাবে কায়সারকে সৎভাইদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় অন্যান্য আসামীরা হামলা চালিয়ে ছুরিকাঘাতে হত্যা করে।
দিলীপ কুমার তালুকদার/এমকে