মন্তব্য
ফ্রান্সের প্যারিসে বিভিন্ন দাবিতে শ্রমিক সংগঠনের উদ্যোগে বিক্ষোভ শুরু হলে বাধা দেয় পুলিশ। এ সময় দু'পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।
শনিবার শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক অধিকার আদায়ের দাবিতে প্যারিসে বিক্ষোভ শুরু করে ইয়োলো ভেস্ট আন্দোলনকারীরা। এ সময় নিরাপত্তা বাহিনী তাদের বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেলও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।
শুরু হয় ধাওয়া পাল্টা-ধাওয়া। এক পর্যায়ে আগুন ধরিয়ে রাস্তা অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। বিভিন্ন দোকান-পাটে চালানো হয় ব্যাপক ভাঙচুর।
আল জাজিরা ও ডয়চে ভেলে