ওয়ানডে সিরিজের দল ঘোষণা, ফিরলেন ইমরুল

০১ মে ২০২১

নিজেদের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ দলে জায়গা পেয়েছেন ইমরুল কায়েস। এর ফলে তিন বছর পর জাতীয় দলে ফিরলেন তিনি। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ খেলেছিলেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। ২০২৩ সালে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেতে সুপার লিগ খেলতে হচ্ছে দলগুলোকে।

আগামীকাল থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। প্রথমদিকে, দেশে থাকা খেলোয়াড়দের নিয়েই অনুশীলন শুরু হবে। শ্রীলঙ্কা থেকে টেস্ট সিরিজ শেষে দেশে ফেরার বাকী খেলোয়াড়দের নিয়ে আগামী ৭ মে থেকে পুরোদমে অনুশীলন শুরু হবে।

আগামী ১৬ মে বাংলাদেশে সফরে আসবে শ্রীলঙ্কা দল। ২১ মে পর্যন্ত অনুশীলন ম্যাচের আগে কিছুদিন কোয়ারেন্টাইনে থাকবে তারা। ২৩, ২৫ ও ২৭ মে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সবগুলো ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

 

২৩ সদস্যের প্রাথমিক দল :

তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, লিটন কুমার, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহেদি হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।


মন্তব্য
জেলার খবর