লন্ডনের রাস্তায় বিক্ষোভ

০২ মে ২০২১

শ্রমিক দিবস উপলক্ষে ‘কিল দ্য বিল’ শিরোনামে বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্যের লন্ডনেও। বিক্ষোভকারীদের দমনে পুলিশের ক্ষমতা বাড়ানোর বিষয়ে প্রস্তাবিত একটি আইনের বিরুদ্ধে গেল কয়েক মাস ধরে বিক্ষোভ করে আসছে ব্রিটিশরা।

মে দিবসেও এর ব্যতিক্রম হয়নি। বিতর্কিত ওই আইনের বিরুদ্ধে এদিন লন্ডনের রাস্তায় নামেন কয়েক হাজার মানুষ।

তারা বলেন, পুলিশ আমাদের নিরাপত্তা দিতে পারছে না। অথচ তাদের কোনো জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না। আমরা মনে করি, তাদের আর ক্ষমতা দেওয়া উচিত হবে না। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে বেআইনি আচরণ করছে। সহিংসতা চালাচ্ছে। আমাদের মনে হয় এই আইন পাস করা হলে তারা আরও বেপরোয়া হয়ে উঠবে। মানবাধিকার লঙ্ঘন হবে।

রয়টার্স


মন্তব্য
জেলার খবর