মন্তব্য
সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরিফে নামাজরত এক মুসল্লির মাথার ওপর একটি ঘুঘু বসে থাকতে দেখা গেছে। মুসল্লি রুকু থেকে সিজদায় গেলেও চলে যায়নি ঘুঘুটি। রুকুতে গেলে পিঠে চলে এসেছে, সিজদায় গেলে আবার মাথায় চলে গেছে।
৪১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ওই মুসল্লির নামাজ শেষ হওয়া পর্যন্ত ঘুঘুটি তার মাথা থেকে সরেনি। তবে পাখিটি তার মাথায় কীভাবে এসে বসেছে, তা দেখা যায়নি। নেটিজেনদের কেউ কেউ বলছেন, এটি একটি পোষা ঘুঘু।
টিআরটি ওয়ার্ল্ড