মন্তব্য
বিশ্বে জুড়ে সাংবাদিকতাকে পেশা হিসেবে নেয়া নারীদের এক তৃতীয়াংশই অনলাইনে হয়রানির শিকার হচ্ছেন, প্রাণহানির হুমকি পেয়েও কাজ করে যাচ্ছেন তারা। আর এক চতুর্থাংশ নারী সাংবাদিক শারীরিকভাবে হেনস্তার শিকার হচ্ছেন।
শুক্রবার জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা- ইউনেস্কোর প্রকাশিত এক প্রতিবেদনের ফলাফলে উঠে আসে এমনই চাঞ্চল্যকর তথ্য।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বের ১২৫টি দেশের নয় শতাধিক নারী সাংবাদিকের ওপর করা ওই জরিপের নেতৃত্ব দেন ফিলিপিন্সের মারিয়া রেসা ও যুক্তরাজ্যের ক্যারোল ক্যাডওয়ালাডার।