গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৬০ জন মারা গেছেন।করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৪৫২ জনের। এ রোগ থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ২৪৫ জন।শনিবার (১ মে) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে সাত লাখ ৬০ হাজার ৫৮৪ জনের। এর মধ্যে মারা গেছেন ১১ হাজার ৫১০ জন, সুস্থ হয়েছেন ছয় লাখ ৮৪ হাজার ৬৭১ জন।নমুনা পরীক্ষা হয়েছে ৫৪ লাখ ৮৪ হাজার ৮২১টি।শনাক্তের হার ১৩ দশমিক ৮৭।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয় ১৪ হাজার ৮২১টি, পরীক্ষা হয় ১৫ হাজার ১১৭টি। শনাক্তের হার ৯ দশমিক ৬১। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩৭ জন এবং নারী ২৩ জন। বিভাগভিত্তিক ঢাকায় ২৮ জন, চট্টগ্রামে ১৯ জন, রাজশাহী ও খুলনায় পাঁচ জন করে, বরিশালে একজন আর রংপুরে দুই জন। সরকারি হাসপাতালে ৪০ জন এবং বেসরকারি হাসপাতালে ২০ জন মারা গেছেন।
এমকে