মন্তব্য
ভারতে করোনায় ভয়াবহ পরিস্থিতির মধ্যে কঠোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ভারত থেকে অস্ট্রেলিয়ায় যাওয়া সাময়িকভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে।
এমনকি ভারত থেকে অস্ট্রেলিয়ার নাগরিকরা দেশে ফিরে গেলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সেই সঙ্গে জরিমানাও গুসতে হতে পারে তাদের।
ভারতে প্রায় ৯ হাজার অস্ট্রেলিয়ান নাগরিক রয়েছেন। করোনার ভয়ে ভারত থেকে যারা দেশে ফিরে যেতে চান, তাদের জন্য কঠোর এই সিদ্ধান্ত। ভারতে যারা গত ১৪ দিনের মধ্যে গেছেন, তারাও অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবে না।
বিবিসি