বাস্তব জীবনে শ্রমিকরাই নায়ক : শাকিব

০২ মে ২০২১

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মের ভেরিফায়েড পেজ থেকে একটি পোস্টে শুভেচ্ছাবার্তা জানান।

এসকে ফিল্মসের কর্ণধার শাকিব খান লেখেন, সমাজের অন্যান্য পেশার মানুষের মতো সব শ্রমিকদের মর্যাদাসম্পন্ন শ্রেণি হিসেবেই আমাদের দেখা উচিত। তাদের পরিশ্রমের ফলে আমরা ভালো থাকি! প্রতিটি শ্রমিকের জন্য ভালো থাকে একেকটি পরিবার। তাই তারাই রিয়েল লাইফের হিরো! শ্রমিকদের ভালো রাখতে তাদের ন্যায্য ও সব শ্রম-অধিকার যথাযথভাবে বাস্তবায়ন হওয়া প্রয়োজন।

 শাকিব আরো লিখেছেন, নিশ্চিত হোক শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ। সুস্থ থাকুক সব শ্রমজীবী মানুষ, উন্নত হোক দেশ। জয় হোক মানবতার, জয় হোক মেহনতি মানুষের। মহান মে দিবসে দেশ ও প্রবাসের সব শ্রমজীবী মানুষদের জানাই শুভেচ্ছা।


মন্তব্য
জেলার খবর