এক আমের ওজন সোয়া চার কেজি!

০২ মে ২০২১

সোয়া চার কেজি ওজনের এক আম ফলিয়ে রীতিমতো বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছেন কলম্বিয়ার দুই কৃষক।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ সম্প্রতি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, কলম্বিয়ার গুয়াইয়াতা এলাকায় জার্মা অরল্যান্দো নোভোয়া বারেরা এবং রেইনা মারি মারোকির বাগানে ধরেছে ৪ কেজি ২৫০ গ্রাম ওজনের প্রকাণ্ড একটি আম।

এনডিটিভি


মন্তব্য
জেলার খবর