গণপরিবহন চালুর চিন্তা-ভাবনা করছে সরকার

০২ মে ২০২১

দেশে করোনা উদ্ভুদ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় ঈদের আগেই গণপরিবহন চালুর চিন্তা-ভাবনা করছে সরকার। তাই গণপরিবহন চালুর বিষয়ে আন্দোলন-বিক্ষোভে না গিয়ে ধৈর‌্য ধরতে পরিবহন শ্রমিকদের প্রতি আহবান জানানো হয়েছে। গণপরিবহন চালুর এ ইঙ্গিত দিয়েছেন ও পরিবহন শ্রমিকদের ধৈর‌্য ধরার এ আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১ মে) সংসদ ভবনের সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন তিনি। চলমান বিধিনিষেধের মেয়াদ শেষে হলে গণপরিবহন চালুর ঘোষণা আসতে পারে।

বিফ্রিংকালে সেতুমন্ত্রী জানান, ঈদ ও রমজানের কথা বিবেচনা করে এবং দোকানপাট ও শপিং মলে যাঁরা কাজ করেন, তাদের কথা চিন্তা করে সরকার ইতিমধ্যে লকডাউন শিথিল করেছে। ঈদের আগেই বিভিন্ন কলকারখানায় কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেন ওবায়দুল কাদের।

এমকে

 


মন্তব্য
জেলার খবর