মন্তব্য
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহীদ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোভিড প্রটোকল অনুযায়ী কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাকে।
কোভিড পজিটিভ হওয়ায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শুরু থেকে তাকে পাওয়া যাবে না। কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে তার খেলার কথা ছিল। তার কোভিড পজিটিভের খবর বৃহস্পতিবারই নিশ্চিত করেছে কোয়েটা। সাতদিন পর কোভিড নেগেটিভ হলে পুনরায় স্কোয়াডে যোগ দিতে পারবেন আফ্রিদি।
পিএসএলের লাহোর পর্বে তাকে পাওয়া যাবে বলে আশা করছে কোয়েটা। দলের সঙ্গে যোগ দেওয়ার আগে আফ্রিদি ব্যক্তিগত উদ্যোগে বায়ো বাবলে ছিলেন এবং নিজের ট্রেনিং করছিলেন। সতর্ক থাকার পরও কোভিডে আক্রান্ত হলেন তিনি।
আরআই