কষ্টে দিনযাপন করছেন নিম্ন আয়ের মানুষ

০২ মে ২০২১

চলমান করোনা পরিস্থিতি এবং ‘লকডাউনে’ বেকার হয়ে পড়েছেন অনেক শ্রমিক-কর্মচারী, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। অনাহার, অর্ধাহারে নিদারুণ কষ্টে দিনযাপন করছেন তারা। কিন্তু এসব সমস্যা সমাধানে কোনো কার্যকর উদ্যোগ না নিয়ে কেবল লিপ সার্ভিসেই ব্যস্ত রয়েছেন সরকারের মন্ত্রী-নেতারা। ফলে ভুক্তভোগীদের কষ্টের সীমা তীব্র মাত্রায় পৌছেছে।

মহান মে দিবস উপলক্ষে শনিবার এক বিবৃতিতে এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মে দিবসে সব শ্রমজীবী মেহনতি মানুষকে  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুল আরো বলেন, তার দল শ্রমিকদের স্বার্থ রক্ষায় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম নিজেকে সবসময় শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ব ও স্বচ্ছন্দবোধ করতেন। দেশের শ্রমজীবী ও পরিশ্রমী মানুষের কল্যাণে তিনি যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

বিএনপি মহাসচিব বলেন, শ্রমজীবী-কর্মজীবী মানুষের অধিকার ও মর্যাদা সুরক্ষায় বিএনপি সর্বদা সচেতন ও দৃঢ়প্রতিজ্ঞ। সমাজ প্রগতির পতাকাবাহী শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তারা সংকল্পবদ্ধ। মে দিবসে শ্রমিদের স্বার্থ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ও উদ্যোগী হওয়ারও আহবান জানান মির্জা ফখরুল।

এমকে


মন্তব্য
জেলার খবর