বাঁশঝাড়ে পড়েছিল যুবকের লাশ

০২ মে ২০২১

বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ মে) বেলা ৩টার দিকে খানপুর ইউনিয়নের চকখানপুর গ্রামের বাঙালী নদীর পাশের একটি বাঁশঝাড়ের ফাঁকা জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়। ভুক্তভোগীর পরনে ছিলো নীল গেঞ্জি ও কালো জিন্সের প্যান্ট। গলায় গামছা পেচাঁনো ছিলো। পুলিশের ধারণা- তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল মো. গাজিউর রহমান, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক(তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, লাশটি ময়নাতদন্তে জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় উদঘাটন ও হত্যা রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর