‘লকডাউনে’ কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

০২ মে ২০২১

মাহমুদ শরীফ, কুমারখালী (কুষ্টিয়া)

দেশে করোনার বিস্তার রোধকল্পে সরকার আরোপিত বিধিনিষেধের (‘লকডাউন’) মেয়াদের মধ্যেই সামাজিক দুরুত্ব না মেনে তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কুষ্টিয়ায় বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিকরা। রোববার বেলা সাড়ে ১০টায় শহরের মজমপুর গেট এলাকায় এ কর্মসুচি পালন করেন তারা। তাদের দাবির মধ্যে রয়েছে- মোট আসনের অর্ধেক সংখ্যক আসনে যাত্রী নিয়ে স্বাস্থ্য বিধি মেনে বাস চালু, শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান ও ১০ টাকা কেজি দরে চাল সরবরাহ।

সমাবেশে শ্রমিকরা বলেন, প্রায় একমাস ধরে যাত্রীবাহী বাস বন্ধ থাকায় কর্ম হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। প্রশাসনের পক্ষ থেকেও সেইভাবে খাদ্য সহায়তা করা হয়নি। আর সামান্য পরিমাণ খাবার দিয়ে দু’দিনও চলবে না। বরং বাস খুলে দিলে আবারও গাড়ি চালিয়ে খেয়ে বাঁচতে পারবেন তারা।

জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, দীর্ঘদিন পরিবহন বন্ধ থাকায় না খেয়ে দিন কাটছে অনেক শ্রমিকের। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো প্রকার খাদ্য সহায়তা দেয়া হয়নি। তাই বাধ্য হয়েই শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

এমকে


মন্তব্য
জেলার খবর