চলমান করোনায় কর্মহীন ও নিম্ন আয়ের প্রত্যেক পরিবার আগামী ৫ মে’র মধ্যে পাবেন ২৫০০ টাকা। নগদ, বিকাশ, রকেট এবং শিওর ক্যাশের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে (গভর্নমেন্ট টু পার্সন) এ টাকা পাবেন তারা। সারা দেশে এ ধরণের মোট সাড়ে ৩৬ লাখ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে এ টাকা দেয়া হচ্ছে ঈদ উপহার হিসেবে। রোববার এ টাকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর থেকেই মোবাইল নাম্বারে টাকা যাওয়া শুরু হয়েছে। কর্মহীন পরিবারের মধ্যে কৃষক, দিনমজুর, শ্রমিক, গৃহকর্মী, রিকশা ও ভ্যানচালক, মোটর শ্রমিকসহ বিভিন্ন পেশা রয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, করোনার কারণে গত বছর যেসব নিম্ন আয়ের লোকজন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং কর্মহীন হয়ে পড়ে, তাদের সহায়তার জন্য ‘নগদ আর্থিক সহায়তা প্রদান’ কর্মসূচি চালু করা হয়। ওই বছর এমন ক্ষতিগ্রস্ত ৩৫ লাখ নিম্ন আয়ের পরিবারকে পরিবারপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে ৮৮০ কোটি টাকা আর্থিক সহায়তা দেয়া হয়। মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এ অর্থ দেয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবারও দেয়া হচ্ছে।
উদ্বোধনকালে শেখ হাসিনা বলেন, তার সরকার দেশকে একটি উন্নত-সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলার জন্য যেমন বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চলছে, তেমনি দুর্যোগে-দুঃসময়ে সাহায্যের হাত নিয়ে দাঁড়িয়েছে। সরকারের পাশাপাশি বরাবরের মতো আওয়ামী লীগ মানুষের সাহায্যে এগিয়ে এসেছে। শুধু সরকারে এসেই নয়, দল হিসেবেও আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে থেকেছে।
করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজেকে সুরক্ষিত রাখতে হবে, অন্যকেও সুরক্ষিত করতে হবে। আমরা টিকা দিচ্ছি এবং টিকা আরও নিয়ে আসছি। যত টাকা লাগুক আরও টিকা নিয়ে আসব। আমরা এ দেশের মানুষের কাছে টিকা পৌঁছে দেব। কিন্তু আপনাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষার যেসব নির্দেশনাগুলো আমরা দিচ্ছি, সেটা দয়া করে আপনারা মেনে চলবেন।
এমকে