করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু ৬৯, শনাক্ত ১৩৫৯

০৩ মে ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৬৯ জন মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৩৫৯ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫৭ জন।রোববার (২ মে) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে সাত লাখ ৬১ হাজার ৯৪৩ জনের। এর মধ্যে মারা গেছেন ১১ হাজার ৫৭৯ জন, সুস্থ হয়েছেন ছয় লাখ ৮৭ হাজার ৩২৮ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৫৪ লাখ ৯৮ হাজার ৯৭৯।শনাক্তের হার ১৩ দশমিক ৮৬।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৪ হাজার ৪২টি, পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১৫৮টি। শনাক্তের হার ৯ দশমিক ৬৪। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪৪ জন, নারী ২৫ জন। বিভাগভিত্তিক ঢাকায় ৩৮ জন, চট্টগ্রামে ১৪ জন, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহে একজন করে, খুলনায় পাঁচ জন, বরিশালে সাত জন এবং রংপুরে দুই জন। সরকারি হাসপাতালে ৪৮ জন এবং বেসরকারি হাসপাতালে ১৯ জন আর বাসায় দু’জন মারা গেছেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর