অবাঞ্চিত মেইল দূর করতে গুগলের বিশেষ ফিচার

০৮ জানুয়ারী ২০২২

বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। গুগলের মেইল সিস্টেম জিমেইল। এটিও ওবশ জনপ্রিয়। জিমেইল প্রত্যেক ব্যবহারকারীকে ১৫ জিবি স্টোরেজ প্রদান করে। এটা একবারে বিনামূল্যে। যদি এ ক্লাউড স্টোরেজ নিয়ন্ত্রণ করা যায়, তাহলে প্রায় ১৩ হাজার মেইল রাখা সম্ভব ইনবক্সে।

 

স্টোরেজ নিয়ন্ত্রণ সহজ নয়। কিংবা বলা যায় এটা নিয়ে সময় ব্যয় করতে ইচ্ছে করে না। এটি যেন একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যার সমাধানে গুগল বিশেষ ফিচার নিয়ে এসেছে। এর মাধ্যমে ইনবক্সের অবাঞ্ছিত মেইল ডিলিট হবে নিজে নিজেই।

 

যেভাবে করবেন :

 

১. প্রথমে ল্যাপটপ বা মোবাইল থেকে জিমেইল (Gmail) ওপেন করুন।

২. সার্চ বারে একটি ফিল্টার আইকন দেখতে পাবেন। যদি ফিল্টার আইকন না পান তাহলে ম্যানুয়ালি সার্চ করুন।

৩. প্রথমে সেটিংসে গিয়ে ফিল্টার অ্যান্ড ব্লকড অ্যাড্রেস-এ ক্লিক করুন। এরপর Create A New Filter এ ক্লিক করুন।

৪. এরপর ওই ফিল্টার অপশনে গিয়ে একদম ওপরে অপ্রয়োজনীয় মেইলের ডোমেইন নাম লিখুন। এরপর তা সেভ করুন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলে ক্রিয়েট ফিল্টার অপশনে ক্লিক করুন এবং Delete it অপশনে ক্লিক করুন।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর