প্রশ্নবিদ্ধসহ নির্বাচন বানচাল, জঙ্গিদের রক্ষা, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা আর বাংলাদেশের এগিয়ে যাওয়ায় বাধা দেওয়ার জন্যই বিএনপি যুক্তরাষ্ট্রে লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়োগের অর্থ তারা কোথায় পেয়েছে তাও জানতে চেয়েছেন তিনি। বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের চলমান ১৬তম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা এবং অধিবেশনের সমাপনী ভাষণে এ প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
বিএনপির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি ফার্মের পেছনে বৈদেশিক মুদ্রা কত ডলার খরচ করেছে, কীভাবে খরচ করেছে, এ অর্থ তারা কীভাবে বিদেশে নিল- এসবের জবাব তাদের দিতে হবে, এর ব্যাখ্যাও দিতে হবে। কোনো ভালো কাজের জন্য লবিষ্ট নিয়োগ করেনি তারা।
সরকারের লবিস্ট ফার্ম নিয়োগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন- বিনিয়োগ, উৎপাদন আর বেশি রপ্তানি বাড়াতে সবসময় পিআর ফার্ম নেওয়া হয়। দেশের অধিকার সংরক্ষণ করার জন্য করা হয়।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে র্যাবের বেশ কয়েকজন কর্মকর্তার ভ্রমণের ওপর দেশটির নিষেধাজ্ঞা আরোপ, বাংলাদেশের মানবাধিকার নিয়ে জাতিসংঘের কাছে ১২টি আন্তর্জাতিক মানবাধিক সংস্থার নালিশের পর বিদেশে লবিষ্ট নিয়োগের বিষয়ে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রী। তারা মনে করছেন- বিএনপি সরকারকে বেকায়দায় ফেলতে ও দেশের ভাবমূর্তি নষ্ট করতেই লবিষ্ট ফার্ম নিয়োগ দিয়ে এসব করাচ্ছে। পক্ষান্তরে নিজেদের বিরুদ্ধে ওঠা লবিষ্ট ফার্ম নিয়োগ দেওয়ার অভিযোগ অস্বীকার করে বিএনপি এ বিষয়ে সুষ্ঠু তদন্ত দাবি করেছে। বলেছে, সরকারই দীর্ঘদিন ধরে জনগণের কোটি কোটি টাকা খরচ করে বিদেশে লবিষ্ট ফার্ম পুষছেন তাদের স্বার্থ হাসিলে। এমন পরিস্থিতিতে সংসদে লবিষ্ট ফার্ম নিয়ে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী।
এমকে