প্রবাসী আয়ে রেকর্ড

০৩ মে ২০২১

গত এপ্রিল মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, ২০৬ কোটি ৭০ লাখ ২০ হাজার মার্কিন ডলার। আর গত বছরের একই সময়ের তুলনায় এবার প্রায় ৯৭ কোটি ডলার বেশি রেমিট্যান্স এসেছে। ঈদ ফিতুল উপলক্ষে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছর (২০২০ সাল) এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছিল ১০৯ কোটি ২৯ লাখ ৬০ হাজার। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে ((জুলাই-এপ্রিল)  রেমিট্যান্স এসেছে দুই হাজার ৬৭ কোটি ২০ লাখ ডলার। গত অর্থবছরের এ সময়ে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৪৮৬ কোটি ৮০ লাখ ডলার। সেই হিসাবে এবার ৬০০ কোটি ডলার বেশি রেমিট্যান্স এসেছে। প্রসঙ্গত, ঈদের আগে  দেশে বেশি অর্থ পাঠান প্রবাসীরা।

২০১৯ সালের ১ জুলাই থেকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। এছাড়া ঈদ ও উৎসবে সরকারের প্রণোদনার সঙ্গে বাড়তি এক শতাংশ দেওয়ার অফার দিচ্ছে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এতে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহী হচ্ছেন প্রবাসীরা।

 

এমকে


মন্তব্য
জেলার খবর