মন্তব্য
টিকা গ্রহণের অত্যাধিক চাপের কারণে ভ্যাকসিন সংকটে পড়েছে ভারত।
মহামারি থেকে বাঁচতে লাইন দিয়ে ভ্যাকসিন গ্রহণ করছেন দেশটির সাধারণ জনগণ। শনিবার থেকে ১৮ বছরের বেশি নাগরিকদের টিকা কার্যক্রম শুরুর পর থেকেই কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড় দেখা গেছে।
এ অবস্থায় ভ্যাকসিন শেষ হওয়ায় বহু কেন্দ্রে বন্ধ হয়ে যায় টিকাদান কার্যক্রম। তবে ভারতীয় কর্তৃপক্ষের আশা, দেশের বাইরে সেরামের টিকা উৎপাদন শুরু হওয়ার পরই কেটে যাবে ভ্যাকসিন সংকট।