চট্টগ্রাম সংবাদদাতা
কয়েকদিন ধরে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যা মামলার বাদী মো. মঈন উদ্দিন। তাই আইনি সহায়তা চেয়ে রোববার বিকালে সিএমপির পাঁচলাইশ থানায় জিডিটি করেছেন তিনি।
জিডির বরাত দিয়ে পাঁচলাইশ থানার অফিসার্স ইনচার্জ(ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, মামলা করার পর থেকে অজ্ঞাত কয়েকজন তাকে (মঈন উদ্দিন) অনুসরণ করেন। তার বাসার গলিতেও এ ঘটনা ঘটছে। এজন্য জীবনের নিরাপত্তা শঙ্কায় ভুগছেন। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তার সব রকমের নিরাপত্তা জোরদার করা হবে বলেও জানান ওসি।
মো. মঈন উদ্দিন আল্লামা শাহ আহমদ শফীর শ্যালক। তিনি নগরের পাঁচলাইশের মোহাম্মদপুর এলাকায় বসবাস করেন। গত বছরের ১৮ সেপ্টেম্বর আল্লামা শফী মারা যান। এ ঘটনায় ৭ ডিসেম্বর মামলাটি করেন তিনি। গত ১২ এপ্রিল তদন্ত প্রতিবেদন দিয়েছে পিবিআই। প্রতিবেদনে হেফাজতের বর্তমান আহবায়ক কমিটির আমির জুনায়েদ বাবুনগরীসহ ৪৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।
দিলীপ কুমার তালুকদার/এমকে