সূচকের পতন, লেনদেন বেড়েছে

২৮ জানুয়ারী ২০২২

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার তিন মূল্যসূচকের সবক’টির-ই পতন দেখা গেছে। আগের দিনের তুলনায় ১০৩ কোটি টাকা বেড়েছে লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর।

সূচক তিনটির মধ্যে ডিএসইএক্স চার দশমিক ৮৯ কমে সাত হাজার ২৭ দশমিক ৫৫, ডিএসইএস চার দশমিক ০৮  কমে এক হাজার ৪৯৯ দশমিক ৯৭ ও ডিএস-৩০ ৯ দশমিক ৮২ কমে দুই হাজার ৬০২ দশমিক ৩৩ পয়েন্টে অবস্থান করে।

শেয়ার লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানির মধ্যে দর কমেছে ১৮৪টির, বেড়েছে ১৪২টির এবং বাকি ৫৫টির অপরিবর্তিত থাকে। লেনদেন হয় এক হাজার ২১৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ১১৫ কোটি ৭৮ লাখ টাকা। বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে।  লেনদেনের তালিকায় টাকার অঙ্কে  শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড- লেনদেন হয় ৬১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। আর দর বৃদ্ধির শীর্ষে নাম লেখায় বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড- দর বৃদ্ধি পায় ১০ শতাংশ।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) দুই সূচকের মধ্যে সিএসসিএক্স ৫ দশমিক ৫৮ কমে ১২ হাজার ৩৬৬ দশমিক ৩৮ ও সিএএসপিআই ১১ দশমিক ০৬ কমে ২০ হাজার ৫৮৬ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করে। শেয়ার লেনদেনে অংশ নেওয়া ৩১২টি কোম্পানির মধ্যে দর কমেছে ১৪৭টির, বেড়েছে ১২২টির আর  অপরিবর্তিত ছিল ৪৩টির। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ২১ কোটি ২১ লাখ টাকা,লেনদেন হয় ৪৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৬ কোটি ৮৪ লাখ টাকা।  

এমকে


মন্তব্য
জেলার খবর