মন্তব্য
মাহমুদ শরীফ, কুমারখালী (কুষ্টিয়া)
কুষ্টিয়ার কুমারখালীর এনায়েতপুর গ্রামে অগ্নিকাণ্ডে সহোদর দুই দিনমজুরের গবাদিপশু, বসতঘরসহ বাড়ির সব ঘর পুড়ে ছাই হয়েছে। অগ্নিদগ্ধ হয়েছেন তাদের একজনের স্ত্রী। রোববার রাত সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জ্বলন্ত কয়েল থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয় বলে জানা গেছ।
ভুক্তভোগীরা হলেন- গ্রামটির বাসিন্দা ওহিদুল ও বিল্লাল।তারা স্থানীয় ইট ভাটায় কাজ করেন।পুড়ে যাওয়া গবাদিপশুর মধ্যে দুইটি গরু চারটি ছাগল রয়েছে। আনুমানিক দাম ধরলে গরুর দাম দুই লাখ আর ছাগলগুলোর দাম ৪৫ হাজার টাকা। ইট ভাটায় কাজ করে জমানো আর এনজিও থেকে লোন নেয়া টাকায় গবাদিপশুগুলো কিনছিলেন তারা।
এমকে