দর্শকদের তাণ্ডবে ভেস্তে গেল ম্যানচেস্টার-লিভারপুলের ম্যাচ

০৩ মে ২০২১

ওল্ড ট্রাফোর্ডে রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের মধ্যকার ম্যাচটি দর্শকদের হামলায় পণ্ড হয়ে গেছে। ম্যাচ শুরুর আগে হঠাৎ ২ শতাধিক দর্শক মাঠে প্রবেশ করে। ওল্ড ট্রাফোর্ডের দখল নেয়। এসময় তারা গ্লেজার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরিস্থিতি বেগতিক হওয়ায় শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ম্যাচ স্থগিত করতে বাধ্য হয়।
এ বিষয়ে কতৃপক্ষ জানিয়েছে, পুলিশ, উভয় ক্লাব, স্থানীয় কর্তৃপক্ষ ও প্রিমিয়ার লিগ— সবার সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচটি স্থগিত করা হয়েছে। ম্যাচটি পুনরায় আয়োজনের বিষয়ে আলোচনা হবে।


মন্তব্য
জেলার খবর