৬৫ করোনা রোগীর মৃত্যু

০৪ মে ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৬৫ জন মারা গেছেন।একই সময়ে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৭৩৯ জনের। পাশাপাশি করোনা থেকে সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৮৩৪ জন। সোমবার (৩ মে) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৬৮২ জনের। এর মধ্যে মারা গেছেন ১১ হাজার ৬৪৪ জন, সুস্থ হয়েছেন ৬ লাখ ৯১ হাজার ১৬২ জন। ৫৫ লাখ ১৮ হাজার ৪১০টি নমুনা পরীক্ষা হয়েছে।১৩ দশমিক ৮৪ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৯ হাজার ৪৫২টি, পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৩৪১টি।শনাক্তের হার ৮ দশমিক ৯৫। মারা যাওয়াদের মধ্যে ৪২ জন পুরুষ,নারী ২৩ জন।বিভাগভিত্তিক ঢাকায় ৩২ জন, চট্টগ্রামে ১৭ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ৪ জন, বরিশালে ২ জন, সিলেটে ৬ জন এবং রংপুরে ২ জন রয়েছেন। সরকারি হাসপাতালে ৪৫ জন, বেসরকারি হাসপাতালে ১৫ জন এবং বাড়িতে ৫ জন মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর