এখন পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ পৌঁছেছে দেশে, ৪৫ দশমিক ১০ বিলিয়ন ডলার। এ টাকায় নির্ধারিত খরচে ১২ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। সোমবার (৩ মে) গণমাধ্যমকে এ রেকর্ড পরিমাণ রিজার্ভের তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, রেমিট্যান্সের সঙ্গে রফতানি আয়ও বেড়েছে। তাই রিজার্ভের পরিমাণ ৪৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর আগে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার রির্জাভ ৩৯ দশমিক ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করে গত ১ সেপ্টেম্বর। তার আগে অতিক্রম করেছিল ২৩ জুন, ৩৫ বিলিয়ন। এর আগে ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর বৈদেশিক মুদ্রার রির্জাভ ৩৩ দশমিক ৬৮ বিলিয়ন ডলার হয়।
এদিকে গেলো এপ্রিল মাসে প্রবাসী আয়েও রেকর্ড সৃষ্টি হয়েছে, প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২০৬ কোটি ৭০ লাখ ২০ হাজার মার্কিন ডলার। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই- এপ্রিল) রেমিট্যান্স এসেছে দুই হাজার ৬৭ কোটি ২০ লাখ ডলার। গত অর্থবছরের এ সময়ে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৪৮৬ কোটি ৮০ লাখ ডলার। সেই হিসাবে গত বছরের একই সময়ের চেয়ে এবার ৬০০ কোটি ডলার বেশি রেমিট্যান্স এসেছে। গত বছর এপ্রিলে রেমিট্যান্স এসেছিল ১০৯ কোটি ২৯ লাখ ৬০ হাজার। সেই হিসাবে এবার এপ্রিলে প্রায় ৯৭ কোটি ডলার বেশি এসেছে রেমিট্যান্স।
এমকে