৩ দিনই থাকছে ঈদের ছুটি

০৪ মে ২০২১

প্রচলিত মেয়াদ অনুযায়ী ৩ দিনই থাকছে পবিত্র ঈদুল ফিতরের ছুটি।অর্থাৎ ঈদের দিন ও আগে পরে দু’দিনসহ তিনদিনের বেশি ছুটি দেয়া হবে না। শিল্প-কারখানাতে এ সময়ের বেশি ছুটি দেয়া যাবে না। সোমবার (৩ মে) মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব জানান, করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের (‘লকডাউন’) মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ বা ১৪ মে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তিনি বলেন, সরকারি বেসরকারি যেগুলো যেভাবে আছে, সেভাবেই থাকবে। এর কোন নড়চড় হবে না।

 

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর